All Tenses - Definition And Examples

কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে। তিন প্রকার Tense-এর প্রতিটির চারটি করে বিশেষ form বা রূপ আছে। সেগুলি হল i) Indefinite
ii) Continuous
iii) Perfect
iv) Perfect Continuous

Present Indefinite

Person Singular Plural
1st person I go. (আমি যাই) We go. ( আমরা যাই)
2nd person You go. (তুমি যাও) You go. (তোমারা যাও)

3rd person

He goes. (সে যাই)

Ram goes. (রাম যাই)

The boy goes. (ছেলেটি যায়)

It goes. (ইহা যায়)

They go. (তারা যায়)

Ram and Hari go. (রাম ও হরি যায়)

The boys go. (ছেলেগুলি যায়)

⭐ ধারণভাবে কোন কাজ হয় এরূপ বােঝালে verb-এর Present Indefinite Tense হয়।

গঠন: Subject + Verb এর Present from.

⭐ 3rd Person Singular Number-এর ক্ষেত্রে verb-এর শেষে ‘s’ বা ‘es' যােগ হয়।

⭐ Interrogative (প্রশ্নবোধক) Sentence এর ক্ষেত্রে 'do' verb আসে।

যেমন- আমি কি যাই? Do I go?

সে কি যাই? Does he go?

⭐ Negative (না-বোধক) sentence করতে হলে 'do not' বা 3rd person singular number এ 'does not' হয়।

যেমন- আমি যাই না - I do not go.

সে যাই না - He does not go.

Present Continuous

Person Singular Plural
1st person I am going. (আমি যাচ্ছি/যাইতেছি) We are going. (আমরা যাচ্ছি/যাইতেছি)
2nd person You are going. (তুমি যাচ্ছ/যাইতেছ) you are going. (তোমরা যাচ্ছ/যাইতেছ)
3rd person

He is going. (সে যাচ্ছে/যাইতেছে)

Ram is going. (রাম যাচ্ছে/যাইতেছে)

the boy is going. (ছেলেটি যাচ্ছে/যাইতেছে)

it is going. (ইহা যাইতেছে)

they are going. (তারা যাচ্ছে/যাইতেছে)

Ram and Hari are going. (রাম ও হরি যাচ্ছে/যাইতেছে)

The boyes are going. (ছেলেগুলি যাচ্ছে/যাইতেছে)

⭐ ক্রিয়ার সঙ্গে তেছি/ তেছ/ তেছে (ছে/ছি/ছ) যােগ থাকলে Verb-এর Present Continuous Tense হয়।

গঠন: Subject + (am/is/are) + Verb-ing.

⭐ 1st Person Singular-এ Subject-এর পর am, 3rd Person Singular-এ Subject-এর পর is এবং অন্য সব ক্ষেত্রে Subject-এর পর are হয়।

⭐ Interrogative করতে হলে am, is, are বসে sentence-এর প্রথমে।

যেমন : আমি কি যাচ্ছি? Am I going?

সে কি যাচ্ছে? - Is he going?

Negative করতে হলে am, is, are- এর পরেই not বসে।

যেমন: আমি যাচ্ছি না- I am not going.

সে যাচ্ছে না- He is not going.

Present Perfect

Person Singular Plural
1st person I have gone. (আমি গিয়েছি) We have gone. (আমরা গিয়েছি)
2nd person You have gone. (তুমি গিয়েছ) You have gone. (তোমরা গিয়েছ)
3rd person

He has gone. (সে গিয়েছে)

Ram has gone. (রাম গিয়েছে)

The boy has gone. (ছেলেটি গিয়েছে)

They have gone. (তারা গিয়েছে)

Ram and Hari have gone. (রাম ও হরি গিয়েছে)

The boys have gone. (ছেলেগুলি গিয়েছে)

⭐ ক্রিয়ার সঙ্গে ইয়াছি/ ইয়াছ/ ইয়াছে (য়েছি/ য়েছ/য়েছে) থাকলে Verb-এর Present Perfect Tense হয়।

⭐ গঠন : Verb + (have/has) + Verb (Past Participle)

⭐ 3rd Person Singular Number-এর পর has এবং অন্য সব ক্ষেত্রে have হয়।

⭐ Interrogative-এর ক্ষেত্রে have/has হয় sentence-এর প্রথমে-

যেমন: আমি কি গিয়েছি? Have I gone?

সে কি গিয়েছে? Has he gone?

⭐ Negative-এর ক্ষেত্রে have/has-এর পর not বসে।

যেমন: আমি গেছি না (যাই নাই) I have not gone.

সে গিয়েছে না (যায় নাই) He has not gone.

Present perfect continuous

আমি পাঁচদিন ধরে জ্বরে ভুগছি - He has been suffering from fever for five days.

আমি তিনদিন ধরে (ধরিয়া) কাজটি করছি (করিতেছি) - I have been doing the work for three days.
বালকটি দু’ঘন্টা ধরে খেলে আসছে - The boy has been playing for two hours.
⭐ কোন কাজ অতীতে আরম্ভ হয়েছে কিন্তু এখনাে চলছে বােঝালে verb-এর Present Perfect Continuous Tense হয়।
গঠন : Subject + (have/has) + been + Verb-ing.
⭐ Interrogative করতে হলে have/has আগে আসে।
যেমন: আমি কি জ্বরে ভুগে আসছি? Have I been suffering from fever?
Negative-এর ক্ষেত্রে have/has-এর পর not হয়।
যেমন: তুমি জ্বরে ভুগে আসছ না। You have not been suffering from fever.

Past indefinite

Person Singular Plural
1st person I went. (আমি গিয়েছিলাম) We went. (আমরা গিয়েছিলাম)
2nd person You went. (তুমি গিয়েছিলে) You went. (তোমরা গিয়েছিলে)
3rd person

He went. (সে গিয়েছিল)

Ram went. (রাম গিয়েছিল)

The boy went. (ছেলেটি গিয়েছিল)

It went. (ইহা গিয়েছিল)

They went. (তারা গিয়েছিল)

Ram and Hari went. (রাম ও হরি গিয়েছিল)

The boys went. (ছেলেগুলি গিয়েছিল)

⭐ কোন কাজ সাধারণভাবে হয়েছিল-এরূপ বােঝালে verb-এর Past Indefinite Tense হয়।
গঠন : Subject + Verb-Past form.
⭐ Interrogative করতে হলে Sentence-এর প্রথমে ‘Did’ বসে এবং তারপর Subject, পরে Verb এর- Present form বসে।
যেমন : সে কি গিয়েছিল? Did he go?

তুমি কি গিয়েছিলে? Did you go?
⭐ Negative করতে হলে Subject-এর পর ‘did not' এবং তারপর Verb-এর Present form বসে।
যেমন : সে যায় নাই - He did not go.
তুমি যাও নাই - You did not go.

Past Continuous

Person Singular Plural
1st person I was going. (আমি যাচ্ছিলাম/যাইতেছিলাম) We were going. (আমরা যাচ্ছিলাম/যাইতেছিলাম)
2nd person You were going. (তুমি যাচ্ছিলে) You were going. (তোমরা যাচ্ছিলে/যাইতেছিলে)
3rd person

He was going. (সে যাচ্ছিল/যাইতেছিল)

Ram was going. (রাম যাচ্ছিল/যাইতেছিল)

The boy was going. ছেলেটি যাচ্ছিল/যাইতেছিল)

It was going. (ইহা যাইতেছিল)

They were going. (তারা যাচ্ছিল/যাইতেছিলে)

Ram and Hari were going. (রাম ও হরি যাচ্ছিল/যাইতেছিলে)

the boys were going. (ছেলেগুলি যাচ্ছিল/যাইতেছিল)

অতীতে কোন কাজ হচ্ছিল এরূপ বােঝালে অর্থাৎ ক্রিয়ার শেষে তেছিল/ তেছিলে/তেছিলাম (ছিল/ছিলে/ছিলাম) থাকলে Verb-এর Past Continuous Tense হয়।
⭐ গঠন: Subject + (was/were) + Verb-ing.
1st Person Singular Number-এর পর ও 3rd Person Singular Number-এর পর Was হয় অন্যত্র were হয়।
Interrogative করতে হলে was বা were-কে sentence-এর প্রথমে আনতে হয়।
যেমন : সে কি যাচ্ছিল (যাইতেছিল)? - Was he going?
তুমি কি যাচ্ছিলে (যাইতেছিলে)? Where are you going?
Negative করতে হলে was বা were-এর পর not বসাতে হয়।
যেমন : সে যাচ্ছিল না। He was not going.
তুমি যাচ্ছিলে না। You were not going.

Past Perfect

Person Singular Plural
1st person I had gone before Ram went. (রাম যাবার আগে আমি গিয়েছিলাম) We had gone before Ram went. (রামের যাবার আগে আমরা গিয়েছিলাম)
2nd person You had gone before Ram went. (রাম যাবার আগে তুমি গিয়েছিলে) You had gone before Ram went. (রামের যাবার আগে তোমরা গিয়েছিলে)
3rd person

He had gone before Ram went. (রামের যাবার আগে সে গিয়েছিল)

The patient had died before the doctor came. (ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল)

They had gone before Ram went. (রামের যাবার আগে তারা গিয়েছিল)

The patient had died before the doctor came. (ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল)

অতীতকালে সম্পন্ন হওয়া দুটি কাজের মধ্যে যেটি বেশি আগে হয়েছে তার Verb-এর Past Perfect Tense এবং অন্যটির Past Indefinite Tense হয়।
⭐ গঠন : Subject + had +Verb-Past Participle
Interrogative করতে হলে ‘Had’ verb-টি sentence-এর প্রথমে বসে।
যেমন : ডাক্তার আসার আগে কি রােগীটি মারা গিয়েছিল? Had the patient died before the doctor came?
Negative করতে হলে ‘had' verb-এর পরে not বসে।
যেমন : ডাক্তার আসার আগে রােগীটি মারা যায় নাই।
The patient had not died before the doctor came.

Past perfect Continuous

Person Singular Plural
1st person I had been going before Ram went. (রাম যাবার আগে আমি যাচ্ছিলাম) We had been going before Ram went. (রাম যাবার আগে আমরা যাচ্ছিলাম)
2nd person You had been going before Ram went. (রাম যাবার আগে তুমি যাচ্ছিলে) You had been going before Ram went. (রাম যাবার আগে তোমরা যাচ্ছিলে)
3rd person he had been going before ram went. (রাম যাবার আগে সে যাচ্ছিল) they had been going before Ram went. (রাম যাবার আগে তারা যাচ্ছিল)

অতীতের দুটি ঘটনার মধ্যে একটি অপরটির আগে ঘটেছিল এবং শেষ হয়নি
বােঝালে যেটি আগে ঘটেছিল তার Verb-এর Past Perfect Continuous Tense এবং অন্যটির Past Indefinite Tense হয়।
⭐ গঠন : Subject + (had) + been + verb-ing.
Interrogative করতে হলে ‘Had‍' verb-টি প্রথমে আসে।
যেমন : রাম যাবার আগে কি তুমি যাচ্ছিলে? Had you been going before Ram went?
Negative করতে হলে ‘had’ verb-এর ঠিক পরে not হয়।
যেমন : রাম যাবার আগে তুমি যাচ্ছিলে না - You had not been going before Ram went.

Future Indefinite

Person Singular Plural
1st person I shall go. (আমি যাব) We shall go. (আমরা যাব)
2nd person You will go. (তুমি যাবে) You will go. (তোমরা যাবে)
3rd person

He will go. (সে যাবে)

Ram will go. (রাম যাবে)

The boy will go. (ছেলেটি যাবে)

They will go. (তারা যাবে)

Ram and Hari will go. (রাম ও হরি যাবে)

The boys will go. (ছেলেগুলি যাবে)

সাধারণভাবে ভবিষ্যতে কোন কাজ হবে বােঝালে Verb-এর Future Indefinite Tense হয়।
⭐ গঠন: Subject + (shall/will) + verb
* 1st Person-এর পর shall এবং অন্যত্র will হয়।
* Interrogative করতে হলে shall বা will প্রথমে আসে।
যেমন : সে কি যাবে ? Will he go?
Negative করতে হলে shall বা will-এর পর not হয়।
যেমন : সে যাবে না। He will not go.
জোর দেওয়া বােঝালে 1st Person-এর পর will, অন্যত্র shall হয়।
যেমন: আমি যাবই - I will go.
সে যাবেই - He shall go.

Future Continous

Person Singular Plural
1st person I shall be going. (আমি যেতে থাকব) We shall be going. (আমরা যেতে থাকব)
2nd person You will be going. (তুমি যেতে থাকবে) You will be going. (তোমরা যেতে থাকবে)
3rd person

He will be going. (সে যেতে থাকবে)

Ram will be going. (রাম যেতে থাকবে)

The boy will be going. (ছেলেটি যেতে থাকবে)

They will be going. (তারা যেতে থাকবে)

Ram and Hari will be going. রাম ও হরি যেতে থাকবে)

The boys will be going. (ছেলেগুলি যেতে থাকবে)

কোন কাজ ভবিষ্যতে চলতে থাকবে - এরূপ বােঝালে সেই Verb-এর Future Continuous Tense হয়।
গঠন : Subject + (shall/will) + be + verb-ing.
Interrogative করতে হলে shall বা will প্রথমে আসে।
যেমন : আমি কি যেতে থাকব? Shall I be going?
রাম কি যেতে থাকবে? Will Ram be going?
Negative করতে হলে shall বা will-এর পর not হয়।
যেমন : আমি যেতে থাকব না। I shall not be going?
রাম যেতে থাকবে না। Kam will not be going?

Future perfect

I shall have done the work before he goes.
সে যাবার আগেই আমি কাজটি করে ফেলব।
He will have written the letter before you return.
তােমার ফেরার আগেই সে চিঠিটি লিখে ফেলবে।
ভবিষ্যতে কোনও সময়ে কোনও কাজ শেষ হবার আগে অন্য কাজটি শেষ হয়ে যাবে বােঝালে আগে ঘটে যাওয়া কাজটির verb-এর Future Perfect Tense ও পরের কাজটির verb-এর Present Indefinite Tense হয়।
⭐ গঠন : Subject + (shall/will) + have + verb Past Participle.

Future perfect continuous

আগামী মে মাসে আমার এখানে তিন বৎসর পড়া পূর্ণ হবে।
By the next May, I shall have been reading here for three years.
বেশ কিছুদিন আগে থেকে চলছে এবং ভবিষ্যতে গিয়ে শেষ হবে এমন বােঝালে Future-এর Perfect Continuous Tense হয়।
গঠন: Subject + (shall/will) + have been + verb-ing.
(এই Tense-এর ব্যবহার খুব কম দেখা যায়)

About the author

Shawon Khan
Hey there! My name is SK aka Dev, a professional Web Designer, Graphic Designer, UI / UX Designer as well as Content Creator.

Post a Comment

Leave your opinion or any doubt about this article. Don't try to spam, our team reviews every comment.